29 C
Dhaka
Saturday, July 26, 2025
spot_img

এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিউজ ডেস্ক : এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৩টি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২টি এবং ইসলামী ব্যাংকের ১৮টি ব্যাংক হিসাব এই আদেশের আওতায় পড়েছে।

এর আগে এস আলম ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক দফায় বিভিন্ন সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

  • ২৪ জুন: বিদেশে থাকা স্থাবর–অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ।
  • ১৭ জুন: ১৮০ কোটি টাকা মূল্যের জমি ক্রোক।
  • ২৭ এপ্রিল: ৫৫৯ কোটি টাকার জমি ক্রোক।
  • ২৩ এপ্রিল: আরও জমি ক্রোকের আদেশ।
  • ৯ এপ্রিল: ৬৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, যার মোট অর্থের পরিমাণ ১,৩৭৪ কোটি ৬১ লাখ টাকা।
  • ২৩ ফেব্রুয়ারি: ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ।
  • ১৪ জানুয়ারি: গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরায় থাকা ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ।
  • ১৯ ডিসেম্বর (২০২৪): ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে প্রায় ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

উল্লেখযোগ্যভাবে, গত বছরের ৭ অক্টোবর আদালত এস আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles