29 C
Dhaka
Saturday, July 26, 2025
spot_img

চট্টগ্রামের ফটিকছড়িতে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বন্যার আশঙ্কা

ফটিকছড়ি সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার উপর দিয়ে প্রবাহিত হালদা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

আজ (মঙ্গলবার) দুপুরে ফটিকছড়ির নারায়ণহাট পয়েন্টে হালদা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-সহকারী প্রকৌশলী সোহাগ। তিনি বলেন, “হালদার একটি মাত্র পয়েন্ট বিপদসীমা অতিক্রম করেছে। তবে অন্য পয়েন্টগুলো এখনো বিপদসীমার নিচে রয়েছে। যদি অন্যান্য পয়েন্টও বিপদসীমা অতিক্রম করে, তখনই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।”

এদিকে ফটিকছড়ির নিম্নাঞ্চলগুলোতে ইতোমধ্যেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক এলাকায় সড়ক ও বসতবাড়ির উঠানে পানি জমে রয়েছে। উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমরা বিভিন্ন মাধ্যমে জনগণকে সতর্কবার্তা পৌঁছে দিচ্ছি। নদীর পানি বাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles