চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে চুরি হওয়া সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ নূর হোসেন কালু (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কালু বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা আসামি, যার মধ্যে ডাকাতি, চুরি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাকলিয়া থানাধীন বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নূর হোসেন কালু বাঁশখালীর জলদি এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে এবং বর্তমানে তিনি তুলাতলি এলাকায় বসবাস করছিলেন।
মামলার বিবরণে জানা যায়, স্বপ্না রানী ধর গতকাল মঙ্গলবার তার ছোট ভাইয়ের মেয়ের বিয়েতে অংশগ্রহণ করতে নগরীর পাঁচলাইশে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি অটোরিক্সায় উঠেন। বিকাল ৫টায় তিনি শাহ আমানত ব্রিজ এলাকার শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের ট্রাফিক বক্সের সামনে নামেন। সেখানে তিনি হাতে থাকা কাপড়ের ব্যাগটি পাশে রেখে ফোনে কথা বলতে থাকেন। কিছুক্ষণ পর তিনি ব্যাগটি দেখে পাননি, যেখানে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
স্বপ্না রানী ধর দিশেহারা হয়ে অনেক জায়গায় খোঁজাখোঁজি করেন, কিন্তু ব্যাগটি না পেয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশের শাহ আমানত ব্রিজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় মাত্র ৭ ঘণ্টার মধ্যে কালুকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বাসা থেকে চুরি হওয়া সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, বিয়ের শাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা।
এ ঘটনাটি চট্টগ্রামের পুলিশ বাহিনীর দক্ষতার নিদর্শন হিসেবে গণ্য হচ্ছে, যারা দ্রুত সঠিক পদক্ষেপ নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।