আমার শহর, নেমেছে বৃষ্টি
তোমার শহরে কেমন বাতাস?
ঝিরঝির করে, ভিজেছে মাঠ
ভেজা আকাশে দুলেছে আশ।
চেয়ে আছি পথ, ছাতাহীন মন
হয়তো এসো তুমি হঠাৎ
পেছনে রোদ, সামনে তুমি
হৃদয়ে জমে চুপচাপ যাত।
রাত গড়িয়ে যায়, ভোরের আলো
তবুও তুমি আসো না কাঁপে
দরজার পাশে, ভেজা গন্ধে
শুধুই তোমার কথাগাঁথা।
চোখের কোণে, ঘুমহীন জল
তোমার ছবি ঝাপসা স্বপ্ন
মনটায় শুধু, ফেলে আসা দিন
তোমার হাসি ভাঙে সব বঞ্চ।
দূরের শহর, মেঘলা দুপুর
ভালোবাসা কি তবু জাগে?
চলো দেখা হোক, বৃষ্টির মাঝে
নিভৃতে তুমি আমার ভাগে।